শিবগঞ্জে ট্রাক – থ্রি হুইলারের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ৮:১৩ অপরাহ্ণ, জানুয়ারি ২৩, ২০২২

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ট্রাক ও থ্রি হুইলারের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছে ৪ জন। যার মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

রবিবার ২৩ জানুয়ারি সকালে শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের রানিহাটি বাজার-সংলগ্ন হরিপুর নামক এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, থ্রি হুইলার চালক শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া এলাকার হানিফ (৩০), ট্রাকের হেলপার একই উপজেলার কানসাটের বিশ্বনাথপুর গ্রামের বাবুল শাহার ছেলে জয়দেব শাহা (৩২)।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার সকালে চাঁপাইনবাবগঞ্জ শহর থেকে সোনামসজিদগামী একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা থ্রি হুইলারের সংঘর্ষ হয়। এ সময় থ্রি হুইলারে থাকা সব যাত্রী আহত হয়। পরে স্থানীয়রা তাদের ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করলে চিকিৎসক দুই জনকে মৃত ঘোষণা করেন।

সদর থানার ওসি মোজাফফর হোসেন জানান, ঘটনাস্থল শিবগঞ্জ উপজেলার আওতাধীন হলেও সদর থানার কাছাকাছি হওয়ায় খবর পেয়ে সদর মডেল থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে। সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন দুইজন মারা যান। আহত একজনের অবস্থা আশঙ্কাজনক।

পোস্টটি শেয়ার করুন