শিবগঞ্জে ডিবি পুলিশের হাতে একটি ওয়ান শ্যুটার ও এক রাউন্ড গুলিসহ আটক ১

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ১০:৩৪ অপরাহ্ণ, মার্চ ২১, ২০২২

ট্রিবিউন ডেস্কঃ চাঁপাইনবাবগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে ১ টি ওয়ান শ্যুটার গান ও ১ রাউন্ড গুলিসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত আসামী; মোঃ মনিরুল ইসলাম ওরফে মানিক। সে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের মৃত বাহার উদ্দিনের ছেলে।

জেলা গোয়েন্দা সূত্র জানায়, ২১ মার্চ রাত সোয়া ১২ টায় চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ থানাধীন কানসাট ইউনিয়নের বাগদূর্গাপুর গ্রামস্থ হঠাৎপাড়া মোড়ে গোয়েন্দা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে ০১টি ওয়ান শ্যুটার গান, এবং ০১ রাউন্ড গুলি সহ আসামী মানিককে গ্রেপ্তার করা হয়।

সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

পোস্টটি শেয়ার করুন