

বিশেষ প্রতিনিধিঃচাঁপাই নবাবগঞ্জ শিবগঞ্জে দুইটি বিদেশি পিস্তল-গুলিসহ শ্যামল মিয়া(৩৮) নামের এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৫।
র্যাব-৫ জানায়, র্যাব-৫ রাজশাহীর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল গত ২৩ ডিসেম্বর ২০২০ তারিখ রাতে ০৯:১৫ টায় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন শ্যামপুর ইউনিয়নের ওমরপুর এলাকায় অভিযান পরিচালনা করে বিদেশি পিস্তল ২টি,ম্যাগজিন ২টি ও ৪ রাউন্ড গুলিসহ শ্যামল মিয়াকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত অস্ত্র ব্যবসায়ী চাঁপাই নবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার বড়গাছি গ্রামের মৃত হারান আলী র ছেলে।