শিবগঞ্জে দুই বছরের সশ্রম কারাদন্ড প্রাপ্ত পলাতক আসামী গ্রেপ্তার

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ৯:২২ অপরাহ্ণ, জুন ২, ২০২২

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ: র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব-৫ এর অভিযানে শিবগঞ্জ থানার ৭৩ নং মামলার ২ বছরের সশ্রম কারাদন্ড প্রাপ্ত পলাতক আসামী জাকারিয়াকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার আসামি হচ্ছেঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মোবারকপুর উপরটোলা গ্রামের গোলাম মোস্তফার ছেলে জাকারিয়া হোসেন (২৮)।

প্রেসনোটে চাঁপাইনবাবগঞ্জ র‍্যাব ক্যাম্প জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ২ জুন বৃহস্পতিবার বিকেল পৌণে ৫ টার দিকে কানসাট পল্লী বিদ্যুৎ মোড় হতে কোম্পানী অধিনায়ক লে. কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এবং কোম্পানী উপ অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো.জাহিদুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালনা করে জাকারিয়াকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

এ ঘটনায় আসামীকে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

পোস্টটি শেয়ার করুন