শিবগঞ্জে ভারতীয় জাল রুপিসহ ১ ব্যক্তি গ্রেপ্তার

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ১০:৫৪ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৩০, ২০২১

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নে অভিযান চালিয়ে ১ জনকে আটক করেছে বিজিবি।

সরকারি একটি বিশেষ গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে, বুধবার গোয়েন্দা সংস্থা ও বিজিবি’র সোনামসজিদ ক্যাম্প যৌথভাবে অভিযানটি পরিচালনা করে।

গ্রেপ্তার ব্যক্তি শিবগঞ্জ উপজেলার উপর চাকপাড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে আবুল কালাম (৩২)।

কালামের বসত বাড়িতে অভিযান পরিচালনা করে ১ লাখ ৬০ হাজার ভারতীয় জাল রুপিসহ কালামকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসামি জালরুপির কারবারের সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

পোস্টটি শেয়ার করুন