শিবগঞ্জে র‌্যাব-৫ এর হাতে ২ টি অস্ত্রসহ শীর্ষ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ৬:৪৬ অপরাহ্ণ, আগস্ট ২৭, ২০২০

নিজস্ব প্রতিবেদকঃ চাঁপাই নবাবগঞ্জ শিবগঞ্জে র‌্যাব-৫ রাজশাহী সিপিসি-১ চাঁপাই নবাবগঞ্জ ক্যাম্পের অভিযানে ২টি অস্ত্র ও গুলিসহ নাঈম আলী(১৯) নামের এক শীর্ষ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার হয়েছে।

গ্রেফতাকৃত অস্ত্র ব্যবসায়ী নাঈম আলী কে ২৬ আগস্ট রাত ৯.৩০ টার দিকে শিবগঞ্জ থানার জামতলা ব্রীজ মোড়স্থ মর্জন ফার্মেসী এন্ড ট্রিটমেন্ট দোকানের সামনে থেকে গ্রেফতার করা হয়।
এসময় তার কাছ থেকে বিদেশী পিস্তল ৭.৬৫ এমএম-০১ টি, দেশীয় তৈরি ওয়ান শুটার গান-০১ টি, ম্যাগজিন-০২ টি, পিস্তলের গুলি-০৬ রাউন্ড, মোবাইল সেট-০১ টি এবং সীমকার্ড-০১ টি।

র‌্যাব-৫ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়, নাঈম আলী দীর্ঘদিন থেকে অস্ত্র ব্যবসার সাথে যুক্ত ছিলো।

শীর্ষ অস্ত্র ব্যবসায়ী নাঈম আলী শিবগঞ্জ উপজেলা ধাইনগর ইউনিয়নের গুপ্তমানিক গ্রামের মোঃ রবিউল ইসলামের ছেলে।

পোস্টটি শেয়ার করুন