

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে র্যাব-৫ এর মাদক বিরোধী পৃথক দুই অভিযানে ইয়াবা ও ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
প্রথম অভিযানে ১ হাজার ৩৫৫ পিচ ইয়াবা ট্যাবলেটসহ আব্দুল হামিদ ওরফে পালানু (৪৬) নামে ব্যক্তিকে গ্রেপ্তার করে র্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প।
সে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কয়লাদিয়াড় পশ্চিমপাড়ার মোছা. মেরিনা বেগম ও মৃত কায়েস উদ্দিনের ছেলে।
র্যাব-৫ সূত্র জানায়, ১৫ জানুয়ারি শনিবার বিকেল ৫ টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলার ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক সিনিয়র এএসপি এ,কে,এম.এনামুল করিম’র নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ৪ নং মোবারকপুর ইউনিয়নের লাহারপুর (খড়গপুর) লাহারপুর প্রাথমিক বিদ্যালয়ের পূর্ব দিকে মাইদুল বাড়ীর উত্তর পাশে বাবুলের আম বাগানের ভেতরে অভিযান চালিয়ে ১ হাজার ৩৫৫ পিচ ইয়াবা ট্যাবলেটসহ পালানুকে গ্রেপ্তার করা হয়। ৭টি কালো গিপার ব্যাগে ইয়াবাগুলো রক্ষিত ছিলো।
অপর অভিযানে, একই উপজেলায় রাত আটটায় ৫০ বোতল ফেনসিডিলসহ জীবন আলী (৩০) নামের এক মাদক ব্যবসায়ী কে গ্রেপ্তার র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প।
সে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বালিয়াদিঘির ছবিয়ারা বেগম ও মৃত মতিউর রহমানের ছেলে।
র্যাব-৫ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ১৫ জানুয়ারী শনিবার রাত ৮ টার দিকে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের বালিয়াদিঘি উত্তর পাড়া গ্রামের সোনামসজিদ স্থল বন্দর মুখী পাকা রাস্তার পুর্ব পাশে আনিসুরের বাড়ির পাশে অভিযান টি চালানো হয়। ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক সিনিয়র এএসপি এ,কে,এম.এনামুল করিম এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স মাদক বিরোধী অভিযানটি পরিচালনা করে।
উভয় ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় দুটি মামলা রুজু করা হয়।