

নিজস্ব প্রতিবেদকঃজাতিরপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠপুত্র,ক্রীড়া সংগঠক,সাংস্কৃতিক ব্যক্তিত্ত্ব ও বীরমুক্তিযোদ্ধা শেখ কামালের ৭১ তম জন্মদিন উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে বৃক্ষরোপণ করেছে শিবগঞ্জ পৌর ছাত্রলীগ।
আজ বুধবার বিকেলে চাঁপাই নবাবগঞ্জ শিবগঞ্জ পৌরসভার বিভিন্ন এলাকায় ১০০ টি গাছ রোপণ করে।
বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন চাঁপাই নবাবগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি আরিফুর রেজা ইমন, সাধারণ সম্পাদক ডাঃ সাইফ জামান আনন্দ,সহ-সভাপতি আতিকুল ইসলাম আতিক, সাব্বির আহমেদ, আতিকুর রহমান তাসলিম,ইমতিয়াজ কুইক,শিবগঞ্জ পৌর ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান হিমেল, সাধারণ সম্পাদক মোঃ আলীরাজ,উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি এসবি বাবু,পৌর ছাত্রলীগ নেতা আব্দুস সামাদসহ পৌর ছাত্রলীগের নেতৃবৃন্।
উল্লেখ্য, বঙ্গবন্ধু পূত্র শেখ কামালের ৭১তম বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্দেশনায় চাঁপাই নবাবগঞ্জ জেলা ছাত্রলীগ সহ উপজেলা ও ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষরোপণ করা হচ্ছে।