নিজস্ব প্রতিবেদকঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় তথা চাঁপাইনবাবগঞ্জে-১ আসনে জনগণের সামনে অনেকটাই আনুষ্ঠানিক ঘোষণা দিলেন আগামীতে সংসদ সদস্য নির্বাচনে নৌকা প্রতীকের মাঝি হতে আগ্রহী উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলাম। ছিলো উঠান বৈঠক; জনতার ঢলে তা পরিনত হয়ে যায় বিশাল জনসভায়।
সোমবার (১০ অক্টোবর) সন্ধ্যায় শিবগঞ্জ উপজেলার প্রাণকেন্দ্র কানসাট ইউনিয়নে গোপালনগর মোড়ে আয়োজিত এক উঠান বৈঠক এর আয়োজন করেন স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ ও ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠন।
উঠান বৈঠকে প্রধান অতিথি ছিলেন; শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম।
তিনি তার বক্তব্যে বলেন; আপনার আমাকে ২০১৯ সালের ২৪ মার্চ বিপুল ভোটের মাধ্যমে বিজয়ী করে চেয়ারম্যান নির্বাচিত করেছিলেন। এজন্য আমি ও সৈয়দ পরিবার আপনাদের কাছে কৃতজ্ঞ। উপজেলা চেয়ারম্যান হিসেবে চেষ্টা করেছি ব্যাপক উন্নয়ন করার। করোনাকালীন সময়ে নিজ পরিষদ ও ব্যক্তিগতভাবে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি।
তিনি উপজেলা পরিষদের চেয়ারম্যানের কাজ করার সীমাবদ্ধতার কথা উল্লেখ করে ঘোষণা দেন; আগামীতে যদি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দেন ইনশাআল্লাহ আমি এই আসন মাননীয় প্রধানমন্ত্রীকে উপহার দিবো।
এসময় আরো উপস্থিত ছিলেন; শিবগঞ্জ পৌর মেয়র সৈয়দ মনিরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম টুটুল খান, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল আওয়াল গনি জোহা, জেলা ছাত্রলীগের সভাপতি নাহিদ শিকদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি এসবি বাবু, সাধারণ সম্পাদক আনম আব্দুল্লাহিল বাকী, নারীনেত্রী এমালি ইয়াসমিন লিমা, কানসাট ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, উপজেলা ও পৌর আওয়ামী লীগসহ অঙ্গ সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।