চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৩০ জন কিষান-কিষানিকে বারি মাল্টা-১, সিডলেস লেবু কমলা চাষের ওপর প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।
মঙ্গলবার শিবগঞ্জ উপজেলা কৃষি অফিস এই প্রশিক্ষণ প্রদান করে। উপজেলা কৃষি অফিসের কৃষক প্রশিক্ষণ হলরুমে দিনব্যাপী এই প্রশিক্ষণ প্রদান করা হয়।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. শরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. পলাশ সরকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন; চাঁপাইনবাবগঞ্জ উদ্যান উন্নয়ন কেন্দ্রের উপপরিচালক ড. বিমল কুমার প্রামানিকসহ অন্যরা।
২০২২-২৩ অর্থবছরের লেবু-জাতীয় ফসলের সম্প্রসারণ, ব্যবস্থাপনা ও উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। প্রশিক্ষণ শেষে কিষান-কিষানিদের মধ্যে বারি মাল্টা-১, সিডলেস লেবু কমলার চারাসহ প্রয়োজনমতো রাসায়নিক ও জৈব সার এবং বালাইনাশকসহ অন্যান্য উপকরণ বিতরণ করা হয়।
প্রশিক্ষণে জানানো হয়, সিডলেস লেবুটির ভেতরে সিড (বীজ) থাকবে না এবং লেবুটি ১২ মাস পাওয়া যাবে।