শিবগঞ্জে ৪০ দিনের কর্মসূচির নামে চলছে হরিলুটের মহোৎসব

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ২:৩২ অপরাহ্ণ, ডিসেম্বর ২১, ২০২২

বিশেষ প্রতিনিধি:শিবগঞ্জ উপজেলাধীন চাঁপাইনবাবগঞ্জ জেলার ২০২২-২০২৩ অর্থ বছরের অতিদরিদ্রদের জন্য ৪০ দিনের কর্মসূচির ৫টি প্রকল্পের অনুমোদন রয়েছে। ৫টি প্রকল্পে ৪শ৫৯জন শ্রমিকের মজুরি বাবদ বরাদ্দ হয় ৭,৩৪৪,০০০,০০/- টাকা। যা উল্লেখিত ইউনিয়নের প্রকল্পের কাজের জন্য বরাদ্দ।

কিন্তু এলাকাবাসী জানান এই বরাদ্দকৃত শ্রমিক ও অর্থ হরিলুটের কথা। ভুক্তভোগী এলাকাবাসীর সাথে কথা বলে জানা গিয়েছে এ সকল বরাদ্দকৃত শ্রমিক দিয়ে কাজ করানো হচ্ছে না। নাম মাত্র কিছু সংখ্যক শ্রমিক দিয়ে কাজটি শেষ করানো পরিকল্পনা করছে প্রকল্পের সভাপতিরা। এই বিষয়ে জানার পর সরজমিনে গিয়ে সত্যতা পাওয়া যায়।

এ বিষয়ে কথা হয় ওই এলাকার ভুক্তভোগী মোঃ শাহজাহান ইসলাম (সাজু), মোঃ সামিম হোসেন, মোঃ সুমন আলী, সহ কথা হয় সচেতন নাগরিকদের সাথে তিনারা জানাই বরাদ্দকৃত শ্রমিক না দিয়ে নামমাত্র কিছু শ্রমিক দিয়ে কাজটি শেষ করা হচ্ছে।ও এই বিষয়ে মোঃ শাহজাহান ইসলাম (সাজু ) উপজেলা নির্বাহী অফিসার কে অবগতকরেণ ও এর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করেন।

এগুলো মধ্যে উল্লেখযোগ্য প্রকল্পর হচ্ছে:
১নং ওয়ার্ড গোপালপুর চাপড় রাস্তা ফরিদের বাড়ি হতে কালভাট পর্যন্ত গোপালপুর রাস্তা লেধ্রীর বাগান হতে সেনটুর বাড়ি পর্যন্ত রাস্তা সংস্কার এর সভাপতির নাম মোঃ হুমায়ন কবির, লেবার ৮৩ জন (১,৩২৮,০০০,০০)।- টাকা। ২নং ওয়ার্ডে দমদমা পুকুর হতে মাঝাঘোন পুকুর পর্যন্ত রাস্তা সংস্কার এর সভাপতির নাম মোঃ আব্দুল সালাম,লেবার ১০৩ জন (১,৬৪৮,০০০,০০)।- টাকা।
৬নং ওয়ার্ড আকুটার বন রাস্তা জবেদ ডাক্তারের বাড়ি হতে রাস্তা শেষ মাথা পর্যন্ত রাস্তা সংস্কারের সভাপতি নাম মোঃ গাজলুর রহমান, লেবার ৪৭জন (৭৫২,০০০,০০)।-টাকা।
৯নং ওয়ার্ড নামোচাকপাড়া গ্রামের আশাড়ীর বাড়ি হতে উপর চাকপাড়া কালভাট পর্যন্ত রাস্তা সংস্কার এর সভাপতি নাম মোসা: রুমালী খাতুন,
লেবার ১১৭ জন (১,৮৭২,০০০,০০)।-টাকা।
৭ন ওয়ার্ডের তেলকুপি গ্রামে জেনটুর বাড়ি হতে লাল বাবুর বাড়ি পর্যন্ত রাস্তা সংস্কার এর সভাপতি নাম মোঃ কাদেস আলী, লেবার ১০৯ জন কিন্তু কখনো ২০‌জন ২২_জন২৫_জন ১০_জন১৫‌ জন নাম মাত্র কিছু সংখ্যক লেবার/শ্রমিক দিয়ে কাজ করানো হচ্ছে।
(১,৭৪৪,০০০,০০)।-টাকা ।
সবমিলিয়ে এ ইউনিয়নে ৪০ দিন কর্মসূচির নামে চলছে হরিলুটের মহাৎসব।

পোস্টটি শেয়ার করুন