শিবগঞ্জে ৪০ হাজার টাকার এ্যাম্পল ইঞ্জেকশনসহ একজন গ্রেফতার

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ২:২১ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১০, ২০২১

নিজস্ব প্রতিবেদক,চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা থেকে ৩৯ হাজার ২০০ টাকা মূল্যের ১৯৬ পিস এ্যাম্পল ইঞ্জেকশনসহ আ. বারেক (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প।

গ্রেফতারকৃত আসামি চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ১৫ নং ওয়ার্ড বালুবাগান মহল্লার মৃত গাফফার ও মোসা. ছকিনা বেগমের ছেলে।

জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে ৯ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেল ৪ টার দিকে অভিযান টি চালায় র‌্যাব।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ১৫নং নয়লাভাঙ্গা ইউনিয়নের নিচুধুমির পাঁচু মেম্বারের চাতালের পাশে অভিযান চালিয়ে ১৯৬ পিস এ্যাম্পল ইঞ্জেকশনসহ বারেককে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামী দির্ঘদীন যাবৎ মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনায় শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা রুজু করা হয়।

পোস্টটি শেয়ার করুন