

নিজস্ব প্রতিবেদকঃ চাঁপাই নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা থেকে ৫২০ বোতল ফেনসিডিল সহ সাদ্দাম হোসেন নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৫।
র্যাব-৫ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ (৩১ জুলাই) রাত ১ টায় র্যাব-৫, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি টিম চাঁপাইনবাগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন নয়ালাভাঙ্গা গ্রামে মোঃ সাদ্দাম হোসেন (৩০) এর বসত বাড়ীর পূর্ব পার্শ্বে অভিযান পরিচালনা করে। এসময় আসামীর টয়লেট হতে ০৩ টি সাদা বস্তায় থাকা আমদানী নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল- ৫২০ বোতল সহ হাতেনাতে সাদ্দাম হোসেন কে গ্রেফতার করে র্যাব সদস্যরা।
গ্রেফতারকৃত মাদক ব্যাবসায়ী মোঃ সাদ্দাম হোসেন শিবগঞ্জ নয়ালাভাঙার মৃত আজাহার আলীর ছেলে।
সাদ্দাম হোসেন এলাকার চিহ্নিত শীর্ষ মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত।
পোস্টটি শেয়ার করুন