

শিবগঞ্জ প্রতিনিধি:চাঁপাই নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার ১৫ টি ইউনিয়নে তালবীজ রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
২৮ অক্টোবর বুধবার শিবগঞ্জ উপজেলার পৌর ও ছত্রাজিত পুর ইউনিয়নে বজ্র নিরোধক এই তালবীজ রোপণ করে কর্মসূচি সূচি শুরু হয়।
উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাই নবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা: সামিল উদ্দিন আহমেদ শিমুল।
উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাকিব আল রাব্বি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান শিউলী বেগম, শিবগঞ্জ পৌর মেয়র কারিবুল রাজিন সহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিরা।
উপজেলার ১৫ ইউনিয়নের বিভিন্ন ফাঁকা জায়গায় এই তালবীজ রোপণ করা হবে।