

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ ছাত্রলীগ, শিবগঞ্জ উপজেলা ও শিবগঞ্জ পৌর শাখার আগামী ১ বছরের জন্য আংশিক নতুন কমিটি ঘোষণা করেছে চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগ৷
২৯ ডিসেম্বর মধ্যরাতে জেলা ছাত্রলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) নাহিদ শিকদার ও সাধারণ সম্পাদক সাইফ জামান আনন্দ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই কমিটি ঘোষণা করা হয়। এই দুই ইউনিটের আংশিক কমিটি ঘোষণা করা হয়।
শিবগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি হিসেবে সাহিনুর রহমান বাবু (এসবি বাবু) ও সাধারণ সম্পাদক আনম আব্দুল্লাহ হিল বাকী কে ঘোষণা করে ৯ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
শিবগঞ্জ পৌর ছাত্রলীগের সভাপতি হিসেবে গত কমিটির সাধারণ সম্পাদক মোঃ আলী রাজ কে সভাপতি ও সাধারণ সম্পাদক মোঃ রকি ইসলাম ডলারকে ঘোষণা রে ৯ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।