

নিজস্ব প্রতিবেদকঃ চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ পৌরসভা নির্বাচনে ঐতিহাসিক বিজয় হয়েছে নৌকার। আজ সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশের নির্বাচনে নতুন মেয়র নির্বাচিত হন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী সৈয়দ মনিরুল ইসলাম। শিবগঞ্জ পৌরসভা স্থাপিত হওয়ার পর এই প্রথম নৌকার মেয়র নির্বাচিত হলেন।
বিপুল পরিমাণ ভোটে বিএনপি দলীয় ধানের শীষের প্রার্থীকে পরাজিত করেন নৌকার প্রার্থী সৈয়দ মনিরুল ইসলাম। তিনি ভোট পেয়েছেন ১৫ হাজার ৭৪১। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ওজিউল ইসলাম (ওজুল মিঞা) ভোট পেয়েছে ৯হাজার ৯৯৯।
এছাড়াও জাতীয় পার্টির প্রার্থী আফজাল হোসেন পেয়ছেন ৫৪২ ভোট।
শিবগঞ্জ পৌর ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র জানায়, নৌকার প্রার্থী মনিরুল ইসলাম ৫ হাজার ৭৪২ ভোট বেশি পেয়ে মেয়র নির্বাচিত হয় মুনিরুল ইসলাম। আরও জানায়, এ নিবাচনে শতকরা ৭৯ দশমিক ১২৪ ভাগ ভোট পড়েছে।
আওয়ামী লীগ বিএনপি ও জাতীয় পার্টির মেয়র প্রার্থী সহ এছাড়াও ৯টি ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদে ৩৬ জন, মহিলা সংরক্ষিত আসনে ১৫ প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করেন।
শিবগঞ্জ পৌরসভার নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩২ হাজার ৯৭৯ জন। পুরুষ ভোটার সংখ্যা ১৬ হাজার ৪৩২জন। মহিলা ভোটার সংখ্যা ১৬ হাজার ৫৪৭ জন। জেলায় প্রথম বারের মতো ই.ভিএমে ভোট গ্রহণ করা হলো।