শিবগঞ্জ পৌরসভায় নৌকার বিজয় ও প্রাসঙ্গিক কিছু কথা

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ১০:৩৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৪, ২০২১

হাসান রশিদুজ্জামান বিপ্লব: শিবগঞ্জ পৌরসভার নির্বাচনের ফলাফলে একটা ‘সিগনেচার’ আছে। নাচোল পৌরসভা এবং সদর পৌরসভার ভোটের অঙ্ক অনেকটাই শিবগঞ্জের মতোই!

প্রয়োজন শুধু হাইপ/আওয়াজটা তোলা!জিতে যাবে__ এই ম্যাসেজটা কর্মীরা ছড়িয়ে দিলে চাপ পড়ে ভোটারের মনোজগতে।পড়েই!

আর প্রভাবক/কন্টেন্টের সময়োপযোগী চাল দেবার বৈচিত্র্যময়তা ভোট টেনে নিতে সহায়ক পন্থা।

গত ছ’মাসে প্রার্থী সৈয়দ মনিরুল ইসলামকে মানুষে দৃষ্টিভঙ্গিতে বিভিন্নভাবে উপস্থাপন,নির্মাণ এবং বিনির্মান করা হয়েছে।সৈয়দ মনিরুল তাঁর রোলটা প্লে করেছেন যথাযথ।সুশিক্ষিত মানুষের কিছু বিশয় আশয় থাকেই।

সৈয়দ মনিরুল ইসলামের জনতার সমীপে ‘ব্যক্তি মনিরুলের ‘উপস্থাপন একবাক্যে চমৎকার।ইতিবাচক!
আর এইসব কিছুর আড়ালে,যিনি মূখ্য সমন্বয়ক/সূত্রধর__ তাঁর মেধা এবং প্রত্যুৎপন্নমিতা সুবিদিত।

এবং সৈয়দ নুরুল ইসলাম প্রচুর সংখ্যক মানুষের দায়মোচন করে থাকেন,দায়বোধ স্বীকার করেন বিধায় সৈয়দ নজরুল আর সৈয়দ মনিরুল মাঠে দূর্বার!’মাটির মাঝে ফুলের মমতা রসের মত অলক্ষ্যে।

সমন্বয় করার সর্বাত্মক প্রচেষ্টা চলেছে দলের মধ্যকার বিবদমান উপদলীয় কোন্দল। এটা শুভ লক্ষ্মণ ছিল,কেউ সরাসরি বিরোধিতায় নামার সুযোগ পায় নাই। দলের চোঁখে ‘কালার’ হবার ভয়ে।
এটা নৌকার বিজয়ে টনিকের কাজ করেছে।

কর্মীরা খেটেছেও জানে প্রাণে। কর্মীদের সঙ্গে কর্মীদের বিরোধের কোন কারন ছিলনা। কর্মীদের দায়িত্ব ছিল ভাগ ভাগ করা। কেউ কোষ দেখেছে,কেউ জলখাবার।

কেউ করেছে নারীকর্মী এবং নারী ভোটারদের সুসমন্বয়__ এবং এটা ছিল একটা বড় চ্যালেঞ্জ। ইমাম-মুয়াজ্জিনদের দেয়া হয়েছে গুরুত্ব। প্রতিপক্ষ প্রবল ধরে নিয়ে কর্মীরা সম্পূর্ণ সময়টা ধরেই মাঠে,লড়েছে দূর্বার!

ফলাফল__
নৌকা,দেশরত্ন এবং সৈয়দ মনিরুল ইসলাম প্রায় ছ’হাজার ভোটে বিজয়ী।

লেখক:
হাসান রশিদুজ্জামান বিপ্লব
সদস্য
চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগ।

সাবেক ছাত্রলীগ নেতা।

পোস্টটি শেয়ার করুন