শিবগঞ্জ পৌরসভা নির্বাচনে নৌকার মাঝি সৈয়দ মনিরুল ইসলাম

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ১২:২৯ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৪, ২০২১

নিজস্ব প্রতিবেদকঃ চাঁপাই নবাবগঞ্জ শিবগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ মনিরুল ইসলাম। তিনি নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

বুধবার (১৩ জানুয়ারী) আওয়ামী লীগ সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

দলীয় মনোনয়নের পর সৈয়দ মনিরুল ইসলাম তার প্রতিক্রিয়ায় বলেন, পৌর নির্বাচনে দলীয় মনোনয়ন পাওয়ায় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। সেই সঙ্গে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি আওয়ামী লীগ সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সদস্যবৃন্দের প্রতি।

তিনি বলেন,আমি বিশ্বাস করি শিবগঞ্জ পৌরবাসী আমাকে মেয়র পদে নির্বাচিত করে আধুনিক পৌর শহর গড়ার সুযোগ করে দেবেন।

উল্লেখ্য, শিবগঞ্জ পৌরসভা নির্বাচন আগামী ১৪ ফেব্রুয়ারি। ঘোষিত তফসিল অনুযায়ী ভোট অনুষ্ঠিত হবে।

পোস্টটি শেয়ার করুন