শিবগঞ্জ পৌরসভা নির্বাচন আগামীকাল, এগিয়ে নৌকা

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ৭:৫৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৩, ২০২১

নিজস্ব প্রতিবেদকঃ চতুর্থ ধাপের পৌরসভার নির্বাচনে চাঁপাই নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ পৌরসভার নির্বাচন আগামীকাল ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। ১৫ টি কেন্দ্রে এই প্রথম ভোট গ্রহণ হবে ইভিএমে।

১৯৯২ সালে স্থাপিত শিবগঞ্জ পৌরসভা প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে ক শ্রেনী ভুক্ত হলেও কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি।
সরেজমিনে দেখা যায়, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নৌকার প্রার্থী সৈয়দ মনিরুল ইসলামের একচেটিয়া প্রচার প্রচারণা লক্ষ্য করা যায়। সাবেক ছাত্রলীগ নেতা, পরিচ্ছন্ন ইমেজের সৈয়দ মনিরুল ইসলামের জনপ্রিয়তা ব্যাপক। করোনাকালীন সময়ে ধারাবাহিক ভাবে অসহায় মানুষের পাশে দাড়িয়ে সাধারণ মানুষের হৃদয় দখল করেছেন।

এদিকে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী না থাকায় ও বর্তমান মেয়র কারিবুল হক রাজিন নৌকার পক্ষে ভোট করায় নৌকার পক্ষে একচেটিয়া ফলাফল আসবে বলে মনে করেন স্থানীয়রা।
বেশ কয়েকজন ভোটার বলেছেন, উন্নয়নের স্বার্থে আওয়ামী লীগের নৌকা প্রতিকে ভোট দেবেন। সৈয়দ পরিবারের অবদান আর ঐতিহ্য তুলে ধরে তারা বলছেন, মনিরুল ইসলাম মেয়র হলে শিবগঞ্জের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন। 

অন্যদিকে বিএনপি প্রার্থী ওজিউল ইসলাম ওজিল মিঞা বলেন, বিএনপি অধ্যুষিত শিবগঞ্জ পৌরসভায় সুষ্ঠু নির্বাচন হলে ধানের শীষ জয়ী হবে।
তবে বিএনপি প্রার্থীর সম্প্রতি কল রেকর্ড প্রকাশ হওয়ায় তার চরিত্র নিয়ে সাধারণ ভোটারদের মাঝে নেতিবাচক মনোভাব তৈরি হয়েছে। তাছাড়া বিগত সময়ে ওজিলকে তেমনভাবে সামাজিক কার্যক্রমেও দেখা যায়নি।
সবমিলিয়ে শিবগঞ্জ পৌরসভায় নৌকার পক্ষেই পাল্লা ভারী।

চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব আলম খান জানান, শিবগঞ্জে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকবে। মোবইল টিম, পেট্রোল টিমসহ সাদা পোশাকে পুলিশ ভোট কেন্দ্র এলাকায় থাকবেন। সুতরাং আইনশৃঙ্খলা বিঘ্ন ঘটার কোনো আশঙ্কা নেই। প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও জনগণের সহায়তায় অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে পারবেন বলেও জানান তিনি।

জেলা নির্বাচন কর্মকর্তা ও শিবগঞ্জ পৌর নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো.মোতাওয়াক্কিল রহমান জানান, শনিবার দুুপুরের পর শিবগঞ্জের পৌরসভার ১৫টি ভোট কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছে যাবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৯জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ১ একজন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন।

র‌্যাব, পলিশের পাশাপাশি দুই প্লাটুন বিজিবি থাকবে আইনশৃঙ্খলা রক্ষায়। ইভিএমএ নির্বাচন হওয়ায় ভোটারদের শঙ্কার কোন কারণ নেই বলেও জানান তিনি। উল্লেখ্য শিবগঞ্জ পৌরসভার মোট ভোটার সংখ্যা ৩২৯৭৯ তার মধ্যে পুরুষ ভোটার ১৬৫৪৭ মহিলা ভোটার ১৬৪৩২ ভোট কেন্দ্রের সংখ্যা ১৫টি।

পোস্টটি শেয়ার করুন