

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : শিবগঞ্জ পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী সৈয়দ মনিরুল ইসলামের পক্ষে নির্বাচনী প্রচার ও প্রচারণার জন্য বাংলাদেশ কৃষক লীগের জেলা টিম গঠন করা হয়েছে।
২৬ জানুয়ারি বুধবার টিম গঠন করা হয়। যার সমন্বয়ক পৌর কৃষক লীগের সভাপতি মেসবাউল হক টুটুল।
সদস্যরা হচ্ছে, জেলা কৃষক লীগের সভাপতি এ্যাডভোকেট আব্দুস সামাদ বকুল, সাধারণ সম্পাদক মুসফিকুর রহমান টিটু, জাহাঙ্গীর আলম, আব্দুল হাকিম, সদর উপজেলা কৃষক লীগের সভাপতি রুহুল আমিন, সাধারণ সম্পাদক রুহুল আমিন রাসেল, আলী আশরাফ, সাখাওয়াত হোসেন তুষার, জিয়াউল হক জিয়া।
চাঁপাইনবাবগঞ্জ পৌর কৃষক লীগের সভাপতি মেসবাউল হক টুটুল ২৭ জানুয়ারি বৃহস্পতিবার জানান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তনয়া, আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে জেলা কৃষক লীগ কাজ করে যাচ্ছে।
তিনি আরও জানান, এরই ধারাবাহিকতায় শিবগঞ্জ পৌর সভার নৌকার প্রার্থী সৈয়দ মনিরুল ইসলাম কে জেতাতে জেলা কৃষক লীগের সমন্বয় কমিটি প্রচার প্রচারণা জোরেশোরে চালিয়ে যাবে বলে জানিয়েছেন টুটুল।
এ ছাড়াও রহনপুর পৌরসভা নির্বাচনে নৌকার মাঝি গোলাম রাব্বানী বিশ্বাস এর পক্ষেও জেলা কৃষক লীগের নেতাকর্মী গণসংযোগ করেন।