

নিজস্ব প্রতিবেদকঃ ১৪ ফেব্রুয়ারী চাঁপাই নবাবগঞ্জ শিবগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম তুলেছেন বিশিষ্ট সমাজসেবক ও সাবেক ছাত্রনেতা সৈয়দ মনিরুল ইসলাম।
বুধবার বিকাল সাড়ে তিনটার দিকে তিনি ঢাকা ধানমন্ডি ৩/এ বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
এসময় তার সাথে উপস্থিত ছিলেন,চাঁপাই নবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য বুলেট অলি রহমান, শিবগঞ্জ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক তোসিকুল ইসলাম টিসু,শিবগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি বেনজির আলী, শিবগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আসিফ আহসান, পৌর ছাত্রলীগের সভাপতি মেহদি হাসান হিমেল, যুবলীগ নেতা আসিফ সৌরভ, শরিফ উদ্দিন প্রমূখ।
সৈয়দ মনিরুল ইসলাম একজন সমাজসেবক হিসেবে পরিচিত ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সালাম-বরকত হলের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।
উল্লেখ্য, গত ৩ জানুয়ারী ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১৪ ফেব্রুয়ারি চতুর্থ ধাপের পৌরসভা নির্বাচন উপলক্ষে শিবগঞ্জ সহ ৫৬ পৌরসভার নাম আসে। চাঁপাইনবাবগঞ্জের চার পৌরসভার মধ্যে ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৩০ জানুয়ারি রহনপুর পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে।