শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
নিজস্ব প্রতিবেদক,চাঁপাইনবাবগঞ্জ: প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাকে নিয়ে কটুক্তির প্রতিবাদে ও হত্যার হুমকি দেওয়ায় বিএনপি’র তথাকথিত নেত্রী রনি এবং স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সকল ষড়যন্ত্রকারীদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩ জুন) বেলা সাড়ে ১১টায় পৌর এলাকার নিউমার্কেট সংলগ্ন স্থানে অবস্থিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আব্দুল মান্নান সেন্টু মার্কেটের সামনে বঙ্গবন্ধু চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শাহ জালাল মুকুল।
জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল আওয়াল গণি জোহার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এইচএম ফায়জার রহমান কনকের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন- আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ইফতেখারুল ইসলাম সুজন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমান ও জেলা যুব মহিলা লীগের সভাপতি ইয়াসমিন সুলতানা রুমা।
সমাবপশে বক্তারা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি-জামায়াত জোট আবার মাথা চাঁড়া দিয়ে ওঠার চেষ্টা করছে। আবার তারা দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র শুরু করেছে। তাদের বিরুদ্ধে স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের সজাগ থাকতে হবে, তাদের মাঠে থাকতে হবে। প্রয়োজনে রাজপথে নামতে হবে।
এসময় আরো উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ আয়াত নুর,জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক দপ্তর সম্পাদক মোঃ জুবায়ের হোসেন অংকুর, সদর উপজেলা কৃষক লীগের সভাপতি মোঃ রুহুল আমিন, সাধারণ সম্পাদক মোঃ রুহুল আমিন রাসেল, নওগাঁ জেলা স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক নুর মোহাম্মদ লালসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।
এর আগে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে আসন্ন রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনে সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাসিম, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবুর আগমন উপলক্ষে স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সদস্যদের নিয়ে সদস্য সভা অনুষ্ঠিত হয়।
জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল আওয়াল গনি জোহা সভাপতিত্বে সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক এইচএম ফায়জার রহমান কনক।