

রাবি প্রতিনিধিঃ মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার ৭৪ তম জন্মদিন উপলক্ষে আলোচনা, দোয়া মাহফিল ও বৃক্ষরোপন কর্মসূচী পালন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।
আজ ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় বৃক্ষরোপণ করে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বর্ণাঢ্য জীবনের উপর আলোচনা অনুষ্ঠিত হয়।আলোচনা শেষে প্রধানমন্ত্রীর সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে দোয়া ও জিকির করা হয়।
আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম আব্দুস সোবহান, এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য চৌধুরী মোঃ জাকারিয়া, প্রক্টর মোঃ লুৎফর রহমান।
আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া,সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু।
এসময় রাবি ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।