

নিজস্ব প্রতিনিধিঃ বঙ্গবন্ধু কন্যা,মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার ৭৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে আনন্দর্যালী,আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করে নওহাটা পৌর ছাত্রলীগ।
বুধবার বিকেলে একটি বিশাল আনন্দর্যালী নওহাটা পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।পরে মাননীয় প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে দোয়া পরিচালনা করা হয়। এসময় বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতি লক্ষ্য করা যায়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মেরাজ উদ্দিন মোল্লা।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র প্রার্থী ফয়সাল আহমেদ রুনু।
বিশেষ বক্তা ছিলেন রাজশাহী জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শ্রী প্রদীপ কুুমার পিংকু।
অনুষ্ঠানে নওহাটা পৌর ছাত্রলীগের সভাপতি তানভীর রহমান সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক শাহরিয়ার রহমান সঞ্চালনা করেন।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান আনজাল, পবা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওয়াজেদ আলী খান, নওহাটা সরকারি ডিগ্রি কলেজ এর অধ্যক্ষ মোঃ আব্দুল খালেক, নওহাটা মহিলা ডিগ্রি কলেজ এর অধ্যক্ষ মোঃ কাওসার আলী ,রাজশাহী জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মোস্তাক আলী, রাজশাহী জেলা পরিষদের সদস্য শ্রী মতি শিউলী রানী সাহা, রাজশাহী জেলা ছাত্রলীগের সাবেক সংস্কৃতি বিষয়ক সম্পাদক কামরুল হাসান প্রমুখ।