শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রাজশাহী জেলা ছাত্রলীগের আনন্দ মিছিল

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ১২:০৯ পূর্বাহ্ণ, মে ১৮, ২০২২

নিজস্ব প্রতিবেদক: জাতিরপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা র ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আনন্দ মিছিল করেছে রাজশাহী জেলা ছাত্রলীগ।

মঙ্গলবার ১৭ মে নগরীর অলোকার মোড়ে অবস্থিত জেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে আনন্দ মিছিল টি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সাহেব বাজারে অনুষ্ঠিত মহানগর ও জেলা আওয়ামী লীগের জনসমাবেশে যোগ দেয়৷

আনন্দ মিছিলে নেতৃত্ব দেন রাজশাহী জেলা ছাত্রলীগের সভাপতি সাকিবুল ইসলাম রানা ও সাধারণ সম্পাদক জাকির হোসেন অমি।

এছাড়াও আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন জেলা, বিভিন্ন উপজেলা, পৌর ও কলেজ ছাত্রলীগের বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য; ১৯৮১ সালের ১৭ মে পরিবারের সকলকে হারিয়ে স্বাধীনতা বিরোধী চক্রের রক্তচক্ষু উপেক্ষা ও প্রতিকূলতাকে পরাজিত করে বাংলাদেশে ফিরে এসেছিলেন বর্তমান প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা। সেদিন এয়ারপোর্ট থেকে ধানমন্ডি ছিলো লাখ লাখ নেতাকর্মীতে পরিপূর্ণ।

পোস্টটি শেয়ার করুন