শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে জেলা স্বেচ্ছাসেবক লীগের শোভাযাত্রা ও আলোচনা সভা


নিজস্ব প্রতিবেদক: ১৭ মে বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা’র ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।
মঙ্গলবার সকাল সাড়ে আটটায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহরের মুজিব চত্বরে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা।
পরে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মোঃ আব্দুল ওদুদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আল্বহাজ মোঃ রুহুল আমিন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মো শরিফুল আলম।
আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল আওয়াল গনি জোহার সভাপতিত্বে সঞ্চালনা করেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এইচ, এম, ফায়জার রহমান (কনক)।
আলোচনা সভায় আমন্ত্রিত হিসেবে আরো উপস্থিত ছিলেন- সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আজিজুর রহমান, জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ আব্দুল হাই, উপ-দপ্তর সম্পাদক মোঃ মুরিরুল ইসলাম, নবাবগঞ্জ পৌর যুবলীগের সভাপতি মোঃ রাকিবুল হাসান বিরু, সদর উপজেলা কৃষক লীগের সভাপতি মোঃ রুহুল আমিন, পৌর কৃষক লীগের সাধারণ সম্পাদক মোঃ আলি আশরাফ, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ আজরফ হোসেন অন্তু, সাবেক সাধারণ সম্পাদক মোঃ কারমাল শেখ, নবাবগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ ওয়ালিদ হোসেন গালিব, নবাবগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোবিন্দ চ্যাটার্জী, যুবলীগ নেতা মারুফ আহমেদ শাওন, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ আলমগীর কবির ইউসুফ প্রমুখ।
পরে আলোচনা শেষে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া পরিচালনা করা হয়।
এছাড়াও দিবসটি উপলক্ষে দুপুর সাড়ে ১২ টায় একজন বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা র পক্ষ থেকে হুইল চেয়ার প্রদান করা হয়।
সদর উপজেলার ইসলাম পুর ইউনিয়নের এক এইচএসসি পরীক্ষার্থীকে হুইল চেয়ার টি প্রদান করেন স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ।