শেখ হাসিনার হাত ধরে উন্নয়নের মহাযজ্ঞে বাংলাদেশ: মে দিবসের প্রত্যাশা

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ১১:০৭ অপরাহ্ণ, মে ১, ২০২২

মোঃ মাহফুজুর রহমানঃ ৪১১ বিলিয়ন ডলারের অর্থনীতি আমাদের। জিডিপি প্রবৃদ্ধির হার ৬ শতাংশের বেশি।
শ্রমিকের ঘামে গড়ে উঠেছে এ বিশাল ইকোনমি।

সারাদেশে উন্নয়নের মহা্যজ্ঞ চলছে।
আমার দেশের মেধাবী শ্রমিকরা দ্রুত টেকনোলজি শিখে নিচ্ছেন চাইনিজ, জাপানিজ, রাশান টেকনোলজিস্টদের থেকে (রূপপুর, পায়রা, মেট্রোরেল প্রজেক্ট ও অন্যান্য উন্নয়ন প্রজেক্ট ঘুরে, কথা বলে জেনেছি)।

আমাদের প্রায় এককোটি মানুষ বিদেশ থাকেন। প্রায় সবাই শ্রমিক।

আমাদের মানুষ আমাদের সম্পদ।
আমাদের শ্রমিকরা আমাদের যোদ্ধা।
মে দিবসে তাদের অবদানকে স্যালুট জানাই।

বাংলাদেশের বড় বড় প্রতিষ্ঠানগুলো (বাণিজ্যিক) উপাসনালয় বানায়, খাদ্য সহায়তা দেয় বা অন্যান্য কাজ করে কিন্তু কেউ শ্রমিকদের দক্ষতা বাড়ানোর কাজে বিনিয়োগ করেনা।

প্রাণপ্রিয় নেত্রী দেশরত্ন শেখ হাসিনার সরকার “ন্যুনতম মজুরি বোর্ড” এর মাধ্যমে সকল সেক্টরের নিম্নতম মজুরি নির্ধারণ করে দিয়েছেন। এতে সকল শ্রমিকের অধিকার নিশ্চিত হয়েছে।

মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা আমাদের ছোট্ট দেশটিতে প্রচুর কাজের সুযোগ সৃষ্টি করে দিয়েছেন। কিন্তু আমাদের দক্ষ মানবসম্পদ, দক্ষ শ্রমিকের ঘাটতি রয়েছে।

জীবনমান উন্নয়নের জন্য, ডেমোগ্রাফিক ডিভিডেন্ড সত্যি সত্যি কাজে লাগানোর জন্য, প্রাণপ্রিয় নেত্রী শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়নে, জাতির পিতার স্বপ্নের উন্নত সোনার বাংলা গড়তে-আমাদের আরো দক্ষ মানবসম্পদ বিনির্মান করতে হবে।

মহান মে দিবসে সকল সফল উদ্যোক্তাদের নিকট বিনীত অনুরোধ-শ্রমজীবী মানুষের দক্ষতা উন্নয়নে, বেকার ছেলেমেয়েদের দক্ষতা উন্নয়নে বিনিয়োগ করুন।

বাংলাদেশ সরকারের শ্রম মন্ত্রণালয়ের এবারের মে দিবসের প্রতিপাদ্য-
“শ্রমিক মালিক একতা-
উন্নয়নের নিশ্চয়তা”
সফল হোক। এই উন্নয়ন সুনিশ্চিত হবার মাধ্যমে দেশরত্ন শেখ হাসিনার হাত ধরেই আমরা পাব উন্নত সোনার বাংলাদেশ।

জয় বাংলা
জয় বঙ্গবন্ধু।

লেখক:
মোঃ মাহফুজুর রহমান
সাধারণ সম্পাদক (জিএস)
ফজলুল হক মুসলিম হল ছাত্রসংসদ, ঢাবি।

ছাত্রবৃত্তি বিষয়ক উপ সম্পাদক
বাংলাদেশ ছাত্রলীগ।

পোস্টটি শেয়ার করুন