শেষ হলো পদ্মা সেতুর রেললাইন নির্মাণ কাজ

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ৩:৩৭ অপরাহ্ণ, মার্চ ৩১, ২০২৩

ট্রিবিউন ডেস্ক: সড়কপথের পর এবার স্বপ্নের পদ্মা সেতুতে শেষ হলো রেললাইনের নির্মাণ কাজ। গত বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে সেতুর মাঝামাঝি অংশের ৫নং মুভমেন্ট জয়েন্টের কাছে অবশিষ্ট ৭ মিটার অংশের ঢালাই কাজ সম্পন্ন করে প্রকৌশলীরা। এরআগে মঙ্গলবার সেতুর সর্বশেষ স্লিপার বসানো হয়। এর মধ্যদিয়ে দুইপাশে ভায়াডাক্টসহ মোট ৬ দশমিক ৬৮ কি.মি. রেললাইনের কাজ সম্পূর্ণ হলো। বিষয়টি নিশ্চিত করেছেন পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের ব্যবস্থাপক-১ ব্রিগেডিয়ার সাঈদ আহমেদ।

আগামী ৪ঠা এপ্রিল পুরো সেতুতে ট্রেন চালানোর পরিকল্পনা রয়েছে বলে জানান প্রকৌশলীরা। রাজধানী থেকে যশোর পর্যন্ত রেল সংযোগ প্রকল্পের মধ্যে পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের বড় চ্যালেঞ্জ ছিল সেতুতে যানবাহন চালু রেখেই নিচতলায় পাথরবিহীন রেললাইন নির্মাণ।

বুধবার কাজ শেষ হওয়ায় লাল রংয়ের ব্যানার নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে দেশি-বিদেশি প্রকৌশলীরা। বিগ্রেডিয়ার সাইদ আহমেদ জানান, ৭ মিটারের কংক্রিটিং শক্ত হতে ৪৮ ঘণ্টা থেকে ৭২ ঘণ্টা সময় লাগে। এরপরই উপর দিয়ে ট্রেন চলাচলের উপযোগী হবে।

দ্রুতগতিতে ট্রেন চলার সময় বর্তমানে শতভাগ কাজ সম্পূর্ণ হয়েছে। পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের প্রকল্প পরিচালক আবজাল হোসেন জানান, উদ্বোধনের পর কিছুটা জটিলতা তৈরি হয়। সব নকশা চূড়ান্ত করে গত বছরের নভেম্বরে মূল সেতুতে রেললাইনের কাজ শুরু হয়। ৪ মাসের মধ্যে কাজ শেষ হলো।

ঢাকা থেকে মাওয়া এই অংশের অগ্রগতির ৭৪ ভাগ, মাওয়া থেকে ভাঙা অংশের অগ্রগতি ৯২ ভাগ এবং ভাঙা থেকে যশোর পর্যন্ত অগ্রগতি ৬৮ ভাগ। সার্বিক অগ্রগতি ৭৫ ভাগ। আমরা আশাবাদী প্রাকৃতিক যদি কোনো দুর্যোগ না হয় তবে প্রকল্পের যে মেয়াদ আছে ২০২৪ সালের জুন মাসে পুরো প্রকল্পের কাজ শেষ হবে।

প্রকৌশলীরা জানান, ৬ দশমিক ১৫ কিলোমিটার মূল সেতু ও দুইপাশের ভায়াডাক্ট সেতু মিলিয়ে পদ্মা রেল সেতুর দৈর্ঘ্য ৬ দশিক ৬৮ কিলোমিটার। মূল সেতুতে ১১ হাজার ১৪০টি স্লিপার স্থাপিত হয়েছে। মুভমেন্ট জয়েন্টের ইস্পাতের ৮টি স্লিপার ছাড়া বাকি সবগুলো কংক্রিটের তৈরি। সিএসসি বাংলাদেশ সেনাবাহিনীর কনস্ট্রাকশন সুপারভিশন কনসালটেন্ট (সিএসসি) এর তত্ত্বাবধানে চলছে পদ্মা সেতুর এই রেল সংযোগ প্রকল্পের কাজ। পদ্মা সেতু ছাড়াও প্রকল্পের মোট ১৭২ কিলোমিটার লেভেল ক্রসিংবিহীন রেলপথে ৩২টি রেল কালভার্ট, ৩৭টি আন্ডারপাস এবং ১৩টি রেলসেতুর কাজ শেষ হয়েছে। সেতুর দুই পাসের স্টেশন নির্মাণ চূড়ান্ত পর্যায়ে।

পোস্টটি শেয়ার করুন