

শোকের মাস আগস্টের প্রথম প্রহরে ধানমণ্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ছাত্রলীগ।
-
শনিবার ১ লা আগস্টের প্রথম প্রহরেই রাত ১২.০১ মিনিটে ধানমন্ডি ৩২ এ জাতিরপিতার প্রতিকৃতিতে মোমবাতি প্রজ্জ্বলনের মধ্য দিয়ে শোকের মাসে মাসব্যাপী কর্মসূচির শুরু হয় বাংলাদেশ ছাত্রলীগের।
মোমবাতি প্রজ্বলন কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য্য সহ অন্যান্য নেতৃবৃন্দ।
শোকের মাস আগস্ট উপলক্ষে মাস ব্যাপী কর্মসূচি নিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ।
উল্লেখ্য, ১৫ আগস্ট ১৯৭৫ সালে দেশী বিদেশি চক্র স্বাধীনতা বিরোধী শক্তি ১৯৭১ সালের পরাজয়ের প্রতিশোধ নিয়ে জাতিরপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তাঁর পরিবারের উপর রাতের আঁধারে নৃশংস হামলা চালায়।এতে জাতিরপিতসহ ১৮ জন শহীদ হন।
সেই বর্বরোচিত হত্যাকাণ্ডে পাষন্ড ঘাতকদের হাত থেকে রেহাই পায়নি শিশু রাসেল,শিশু বাবু,এমনকি অস্তঃসত্ত্বা বধূও।
বঙ্গবন্ধু কন্যাদ্বয় শেখ হাসিনা ও শেখ রেহানা দেশের বাহিরে অবস্থান ভাগ্যক্রমে বেঁচে যান।