নিজস্ব প্রতিবেদক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও শোকাবহ আগষ্টের স্মরণে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভার পূর্বে ১৯৭৫ সালের ১৫ আগস্ট ও ২০০৪ সারের ২১ আগস্ট গ্রেনেড হামলায় জড়িতদের বিচারের রায় কার্যকরের দাবিতে বিক্ষোভ মিছিলও করা হয়।
শনিবার ২৭ (আগস্ট) বিকেল ৫টায় জামবাড়িয়া ইউনিয়ন ও ডিগ্রি কলেজ ছাত্রলীগের আয়োজনে ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ; চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ভারপ্রাপ্ত ও সাবেক সংসদ সদস্য মুঃ জিয়াউর রহমান।
আলোচনা সভা ও বিক্ষোভ মিছিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন; ভোলাহাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াসিন আলী শাহ, ভোলাহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রাব্বুল হোসেন, জামবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন আইরন, জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবিহা শবনব কেয়া, জেলা ছাত্রলীগের সভাপতি নাহিদ শিকদার, জামবাড়িয়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি ও ইউপি সদস্য আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, ভোলাহাট উপজেলা ছাত্রলীগের সভাপতি রিফাত হোসেন টুইংকেল, সাধারণ সম্পাদক আহসান হাবীব।
জামবাড়িয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মুসতাহিদুল ইসলাম ইসকাই ও সাধারণ সম্পাদক ইমরুল কায়েস এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন; ভোলাহাট উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মবিনুল ইসলাম মবিন, তৌহিদুল ইসলাম ডালিম, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সাব্বির আহমেদ, মো: আশিকুজ্জামান, গোমস্তাপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার জামান আনসারী, রহনপুর পৌর ছাত্রলীগের সভাপতি এন্তাজুল হক, রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি দুরুল হোসেন, জামবাড়িয়া ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি সাদ মোহাম্মদ, সাধারণ সম্পাদক আবদুল্লাহ তাহসিন তানিম সহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।