নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশন মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন; “মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের সর্বক্ষেত্রে উন্নয়ন দৃশ্যমান। এর ধারাবাহিকতায় রাজশাহীতেও ব্যাপক উন্নয়ন কাজ চলছে। প্রশস্ত সড়ক, প্রতিটি ওয়ার্ডে সড়ক ও ড্রেন সহ অবকাঠামোগত উন্নয়ন হচ্ছে। চলমান প্রকল্পের কাজ শেষ হলে রাজশাহী আরো অনেক বদলে যাবে। সকলের সহযোগিতায় আমরা রাজশাহীকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবো।”
শুক্রবার বিকেলে রাজধানীর তেজগাঁও কলেজ মিলনায়তনে রাজশাহী কলেজিয়েট স্কুল প্রাক্তণ ছাত্র সমিতি, ঢাকার বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিদের ফুলেল শুভেচ্ছা ও সম্মননা স্মারক প্রদান করেন আয়োজকরা।
রাজশাহী কলেজিয়েট স্কুল প্রাক্তন ছাত্র সমিতি, ঢাকার সভাপতি মোহাম্মদ নাজমুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তেজগাঁও কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ হারুন অর রশিদ।
মোঃ আমিনুল ইসলাম বাচ্চুর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য দেন- রাজশাহী কলেজিয়েট স্কুল প্রাক্তন ছাত্র সমিতি, ঢাকার সাধারণ সম্পাদক মুহাম্মদ লুৎফুল হক, কোষাধ্যক্ষ খন্দকার ইকবাল হোসেন প্রমুখ।