সন্ত্রাসীদের ছুরিকাঘাতে রাবি শিক্ষার্থী গুরুতর আহত ; শিক্ষার্থীদের বিক্ষোভ

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ৭:১০ অপরাহ্ণ, মার্চ ১০, ২০২২

ট্রিবিউন ডেস্কঃ গভীররাতে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। আহত শিক্ষার্থী কে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। হামলাকারীদের শাস্তির দাবিতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার রাত প্রায় সোয়া ১২টার দিকে নগরীর বিনোদপুর এলাকায় এ ঘটনা ঘটে। তবে হামলাকারীদের শনাক্ত করা যায়নি।

এ ঘটনার প্রতিবাদে ও বিচারের দাবিতে শিক্ষার্থীরা সাড়ে ১০ টায় বিশ্ববিদ্যালয়ের প্রথম বিজ্ঞান ভবন থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে উপাচার্যের বাস ভবনের সামনে গেলে উপাচার্য এসে তাদের আন্দোলনে একাত্মতা পোষন করে তাদেরকে আশ্বস্ত করেন।
আগামী রবিবারের মধ্যে দুর্বৃত্তদের গ্রেফতার না করলে কঠোর আন্দোলনে যাওয়ার ঘোষণা করেন আন্দোলনরত শিক্ষার্থীরা৷

আহত সাফফাত নায়েম নাফি বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের (২০১৯-২০ সেশন) দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। বাড়ি টাঙ্গাইল জেলায়। তিনি বিশ্ববিদ্যালয়ের মতিহার হলের আবাসিক শিক্ষার্থী।

খোঁজ নিয়ে জানা যায়, বুধবার দিবাগত প্রায় ১২টার দিকে বিনোদপুরের এম আর ছাত্রাবাসে অবস্থানরত কিছু শিক্ষার্থীদের মধ্যে হওয়া এক সমস্যার সমাধান করতে গিয়ে এ ঘটনা ঘটে। ছাত্রাবাসে অবস্থানরত এডমিশনের এক শিক্ষার্থী অবস্থানরত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অপর এক শিক্ষার্থীকে বার বার নামাজের জন্য বলায় বিরক্ত হয়ে উভয়ের মধ্যে ঝামেলা বাঁধে। সেটি সমাধানের জন্য বিশ্ববিদ্যালয়ের ঐ শিক্ষার্থী নাফি তার সিনিয়রদের ডাকেন।

জানা যায়, নাফির সমাধান করার জন্য ফরিদুলের নেতৃত্বে ১০-১৫ জন ছেলে সেই ছাত্রাবাসে যান। ঘটনার সমাধান শেষে মেস থেকে যাওয়ার সময় স্থানীয় কয়েকজন তাদের উপর হামলা করে নাফিকে ছুরিকাঘাত করে পরে গুরুতর অবস্থায় নাফিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের (রামেক) ৪নং ওয়ার্ডে ভর্তি করেন তার সহপাঠীরা৷ খোঁজ নিয়ে জানা যায়, মেসটি জামাত শিবিরের অধ্যূষিত।

এবিষয়ে ঘটনাস্থলে থাকা আহত শিক্ষার্থীর সহপাঠী ইবরাহীম জানান, ঘটনাটি খুবই অনাকাঙ্ক্ষিত। ছাত্রাবাসে হওয়া সমস্যার সমাধানের জন্য গতকাল রাতে এম আর ছাত্রাবাসে আমরা যাই৷ সমস্যার প্রায় সমাধান করে গেটের বাহিরে আসলে হঠাৎ কিছু লোক এসে গেট লাগা বলে অতর্কিতভাবে আক্রমন চালায়। ফলে আমরা ছত্রভঙ্গ হয়ে পড়ি। সেখানে আমাদের সহপাঠী নাফি আহত হয়।

বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আসাবুল হক বলেন, চলাফেরা নিয়ে সিনিয়র-জুনিয়রদের মধ্যে কথাকাটি থেকে বিষয়টির সূত্রপাত। বিষয়টি জানামাত্রই আমি আর ছাত্র উপদেষ্টা ঘটনা স্থলে গিয়েছিলাম। ওই শিক্ষার্থীকে হসপিটালে ভর্তি করা হয়েছে। পুলিশ দুর্বৃত্তদের আটক করার চেষ্টা করছে।

এবিষয়ে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার আলী তুহিন বলেন, আমরা এখনো লিখিত অভিযোগ পায়নি। অভিযোগ না পাওয়া পর্যন্ত আমরা কিছু করতে পারবো না। তাছাড়া আমরা বিষয়টা দেখছি বলে জানান তিনি।

পোস্টটি শেয়ার করুন