

নিজস্ব প্রতিবেদকঃ আগামী ১৪ মার্চ রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সমন্বিত হল সম্মেলন -২০২২ উপলক্ষে পর্যায়ক্রমে সকল হলে কর্মসূচির অংশ হিসেবে দ্বিতীয় দিনে শাহ মখদুম হল, সৈয়দ আমীর আলী হল ও নবাব আব্দুল লতিফ হলে ‘কর্মী সভা’ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুর ১২ টায়, ২ টা ও বিকেল ৪ টায় পর্যায়ক্রমে তিনটি হলে ছাত্রলীগের কর্মী সভা অনুষ্ঠিত হয়। কর্মী সভায় প্রতিটি হলে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করে।

কর্মী সভায় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের বক্তব্য
আগামী ১৪ মার্চ ১৭ টি হলের সম্মেলন সফল করতে কর্মী সভায় দিকনির্দেশনা মূলক বক্তব্য দেন; রাবি ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া ও সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু। হলের কর্মীসভা গুলোতে সংশ্লিষ্ট হল নেতৃবৃন্দ তাদের সম্মেলন সফল করতে মতামত ব্যক্ত করেন।
তিন হলের কর্মী সভায় আরও উপস্থিত ছিলেন; রাবি ছাত্রলীগের সহ-সভাপতি আকতারুল ইসলাম আসিফ, মোঃ রাসেল, তৌহিদ মুর্শেদ, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশু, ইমরান খান নাহিদ, মুশফিক তাহমিদ তন্ময়, ইমতিয়াজ আহমেদ, সহ বিশ্ববিদ্যালয় ও হল ছাত্রলীগের নেতৃবৃন্দ।

সৈয়দ আমীর আলী হলে ছাত্রলীগের কর্মী সভা
উল্লেখ্যঃ সমন্বিত হল সম্মেলন সফল করতে গতকাল শের-ই-বাংলা ফজলুল হক হল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ও মতিহার হল ছাত্রলীগের কর্মী সভা অনুষ্ঠিত হয়। আগামীকাল ৯ মার্চ আরো তিনটি হলে কর্মী সভা অনুষ্ঠিত হবে।