

ট্রিবিউন ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) ও সাবেক সংসদ সদস্য জিয়াউর রহমানের ছোট ভাই সমাজসেবক আতাউর রহমান এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাজশাহী জেলা ও দায়রা জজ(নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যাল এর মাননীয় বিচারক মুহাঃহাসানুজ্জামান রিপন।
শনিবার এক শোক বার্তায় এই শোক প্রকাশ করেন জেলা জজ হাসানুজ্জামান।
শোক বার্তায় বিজ্ঞ বিচারক হাসানুজ্জামান মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন ও তাঁর শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
উল্লেখ্য, আজ শনিবার বিকেল ৬ঃ১০ মিনিটে রহনপুর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, ১ ছেলে, ২ মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।
আগামীকাল দুপুর ২ টায় মরহুমের জানাযা অনুষ্ঠিত হবে।