ট্রিবিউন ডেস্ক: সমাজসেবা অধিদপ্তর সমাজকর্মী (ইউনিয়ন) পদে এমসিকিউ/লিখিত পরীক্ষা গ্রহণের লক্ষ্যে সূচি প্রকাশ করেছে। এক বিজ্ঞপ্তি প্রতিষ্ঠানটি জানায় আগামী ২১ অক্টোবর সারা দেশে একযোগে এ নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বিজ্ঞপ্তি অনুসারে ৬ লাখ ৬২ হাজার ২শ ৭০ জন এ পরীক্ষায় অংশগ্রহণ করবেন। উক্ত পরীক্ষা ২১ তারিখ শুক্রবার সকাল ১০ থেকে সাড়ে ১১ টা পর্যন্ত আবেদনকারীর নিজ নিজ জেলায় অনুষ্ঠিত হবে।
সমাজসেবার ইউনিয়ন সমাজকর্মী পদের প্রবেশপত্র ডাউনলোড করুন এখান http://admit.dss.gov.bd
থেকে।
আবেদনকারী প্রার্থীরা আগামী ১৬ অক্টোবর থেকে ২০ অক্টোবর মধ্যে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। প্রবেশপত্র অবশ্যই রঙ্গিন প্রিন্ট করে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে হবে।