সরদহ স্টেশনে ট্রেন লাইনচ্যুত, ৯ ঘন্টা পর রেল যোগাযোগ শুরু

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ৪:৫৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৩, ২০২২

রাজশাহী প্রতিনিধি : রাজশাহীর সরদার স্টেশন ট্রেনের লাইনচ্যুতির ঘটনায় রাজশাহী থেকে সারা দেশে ৯ ঘন্টা পর রেল যোগাযোগ শুরু হয়েছে। ১২ সেপ্টেম্বর দিবাগত রাত ১০টায় রাজশাহী থেকে পঞ্চগড়গামী বাংলাবান্দা এক্সপ্রেস ট্রেনটি চারঘাটের সরদহ স্টেশনে লাইনচ্যুত হয়। এর ফলে রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়ে।

পশ্চিমাঞ্চল রেলওয়ের জেনারেল ম্যানেজার অসীম কুমার তালুকদার জানান, বাংলাবান্দা ট্রেনটি রাত সাড়ে ৯টায় রাজশাহী রেলস্টেশন থেকে ছেড়ে যায়। সরদহ স্টেশনের ১ নম্বর লাইনে ঢোকার সময় ট্রেনটির শেষ বগি লাইনচ্যুত হয়ে ২ নম্বর লাইনের উপরে উঠে যায়। ফলে সারাদেশের সাথে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায় ।
এরপর ঈশ্বরদী থেকে উদ্ধারকারী ট্রেন ও রেলের উদ্ধার কর্মীরা বৃষ্টি ভেজা রাতভর কাজ করে ১৩ সেপ্টেম্বর সকালের দিকে লাইন ক্লিয়ার হলে ট্রেন চলাচল শুরু হয়।

সকাল ৭ টায় নির্ধারিত সময়ে রাজশাহী থেকে ঢাকাগামী বনলতা এক্সপ্রেস ট্রনটি ছেড়ে গেছে। আর রাতে আটকে পড়া চিলাহাটি থেকে রাজশাহীগামী তিতুমীর এক্সপ্রেস ট্রেনসহ সকল ট্রেন রাজশাহী এসে পৌঁছেছে।

পশ্চিম রেলওয়ে মহাব্যবস্থাপক আরো জানান ,রাতের ঢাকাগামী ধূমকেতু ট্রেনসহ মহানন্দা এক্সপ্রেস ও ঢাকা মেইল যাত্রা বাতিল করা হয়েছিল।

পোস্টটি শেয়ার করুন