মোঃ রাকিব হোসাইন রানা, সাথিঁয়া(পাবনা): সমাজের কল্যাণে মানুষকে মানবিক সহযোগিতায় একদল তরুণ উদ্যমী ছাত্রদের নিয়ে পথচলা অরাজনৈতিক সামাজিক সংগঠন “পুন্ডুরিয়া শান্তি সংঘ” এর। পাবনা জেলার সাথিঁয়া উপজেলার করমজা ইউনিয়নের পুন্ডুরিয়া গ্রামের নামকরনে এ সংগঠনটির নাম “পুন্ডুরিয়া শান্তি সংঘ”।
একটি সুন্দর সমাজ গঠনের প্রত্যয়ে সংগঠনের যাত্রা শুরু ২০১৫ সালে ২১শে সেপ্টেম্বর। শুরুতে কয়েকজন সদস্য নিয়ে কার্যক্রম শুরু করলেও বর্তমানে শতাধিক একদল উদ্যমী শিক্ষার্থীদের নিয়ে কাজ করে যাচ্ছে সংগঠনটি৷
সংগঠনের সদস্যদের অক্লান্ত প্রচেষ্টায়, উন্নত দেশ ও জাতি গড়ে তোলার প্রত্যয়ে “পুন্ডুরিয়া শান্তি সংঘ” একটি অরাজনৈতিক সামাজিক সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। সামাজিক অবক্ষয়, পরিবেশ উন্নয়ন, শিক্ষা গুরুত্বপূর্ণ অবদানসহ নানামুখী কাজের মাধ্যমে মানুষের মনে জায়গা করে নিচ্ছে।
ইতিমধ্যে, তাদের কার্যক্রমের মাধ্যমে সংগঠনটির সুনাম নিজ এলাকার গন্ডি পেরিয়ে আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়েছে। এর মধ্যে এলাকার মানুষের ভালোবাসা ও আস্থার প্রতিক হয়ে উঠেছে সংগঠনটি।
সংগঠন সূত্রে প্রধান উদ্দেশ্য গুলো হলো: শিক্ষা, সংষ্কৃতি, সামাজিক সচেতনতা বাড়ানো, দারিদ্র বিমোচনে প্রচেষ্টা, পরিবেশ সংরক্ষণের চেষ্টা।
স্থানীয় প্রতিনিধি ও এলাকার মানুষের কাছ থেকে জানা যায়, তাদের কার্যক্রম অত্যন্ত যুগোপযোগী ও প্রশংসানীয়। তরুন সমাজে এভাবেই জনকল্যাণ মূলক কাজ করে যায়, এটাই তাদের প্রত্যাশা।