

নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা হল সংসদের সদ্য সাবেক ভিপি প্রয়াত শরিফুল ইসলাম শাকিলের আত্মার মাগফিরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল করেছে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ।
শুক্রবার জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে এই মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতৃবৃন্দ।
উল্লেখ, গত ২৮ আগস্ট রাজধানীর মিলেনিয়াম হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি হয়েছিলেন জটিল রোগে আক্রান্ত শাকিল। পরে ১ সেপ্টেম্বর তাকে স্কয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসাধীন থাকা অবস্থায় তিনি মারা যান।
২০১৩-১৪ সেশনের ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থী ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। গত বছরের ডাকসু ও হল সংসদ নির্বাচনে ছাত্রলীগের প্যানেল থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে ভিপি পদে বিজয়ী হয়েছিলেন শাকিল।
এছাড়া তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক ছিলেন।