সাভারে ছিনতাইকারীর ছুরিকাঘাতে রাবি শিক্ষার্থী খুন, বিচারের দাবিতে মানববন্ধন

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ৭:৪৩ অপরাহ্ণ, অক্টোবর ২৪, ২০২০

রাবি প্রতিনিধি:রাজধানীর সাভারে ছিনতাইকারীদের উপর্যুপরি ছুরিকাঘাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী নিহত হয়েছে।
নিহতের নাম মোস্তাফিজুর রহমান বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের (২০১২-১৩) শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার বাড়ি রাজশাহীর দুর্গাপুরে।

আজ সকালে রাজশাহী থেকে বাসে সাভারে নামলে তার মোবাইল ও মানিব্যাগ কেড়ে নেওয়ার সময় ধস্তাধস্তির একপর্যায়ে ছুরিকাঘাত করে ছিনতাইকারীরা।অতিরিক্ত রক্তক্ষরণে সে স্পটেই মারা যায়।

এদিকে প্রকাশ্য দিবালোকে বিশ‌ববিদ্যালয়ের সাবেক এই মিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় ক্ষোভে ফুসছে রাবির শিক্ষার্থীরা। এই সন্ত্রাসী ঘটনায় নিহত মোস্তাফিজের বিচার দাবিতে বিশ্ববিদ্যালয়ের মেইন গেইটে বিকেল ৪টায় মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা।

ছিনতাইকারীদের গ্রেফতারের দাবিতে রাবি মেইন গেইটে মানববন্ধন করে শিক্ষার্থীরা

সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) তারিকুল ইসলাম জানান, মহাসড়ক থেকে সিআরপি যাওয়ার শাখা সড়কের রক্তাক্ত যুবকের লাশ পড়েছিল। তার বুকে আঘাতের চিহ্ন ছিল। পরে পুলিশে খবর দেয় স্থানীয়র।
তবে বুকে আঘাতের চিহ্ন থাকায় সন্দেহ হচ্ছে, এটি হত্যা নাকি সড়ক দুর্ঘটনা? বিষয়টি ময়না তদন্তের প্রতিবেদন পেলে নিশ্চিত হওয়া যাবে বলেন তিনি।

তিনি আরও বলেন, নিহতের পরিচয় এখনও মেলেনি। তবে লাশের কাছেই পড়ে থাকা ব্যাংকের এটিএম কার্ড, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটি পরিচয় পত্র ও সবজি ভর্তি একটি বস্তা পাওয়া যায়।

তবে স্থানীয় ব্যক্তিরা জানায়, এই স্থানে প্রায়ই ছিনতাইয়ের ঘটনা ঘটে। তাদের ধারণা দূরপাল্লার বাস থেকে নামার পর ছিনতাইকারীর কবলে পড়ে ওই যুবক খুন হয়।

সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এএফএম সায়েদ জানান, আসলে। কি ঘটেছিল তা জানার জন্য আশপাশের দোকানের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে।
ময়না তদন্তের জন্য লাশটি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পোস্টটি শেয়ার করুন