

করোনার নমুনা পরীক্ষায় জালিয়াতি ও চক্তি ভঙ্গের অভিযোগে গ্রেপ্তার রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদের প্রতারণা, নির্যাতনের শিকার হয়ে থাকলে তাদের আইনি সহায়তা দেয়ার উদ্যোগ নিয়েছে র্যাব।
সাহেদের বিরুদ্ধে অভিযোগ জানানোর জন্য একটি হটলাইন চালু করেছে তারা। পাশাপাশি একটি ই-মেইল অ্যাড্রেসও দেওয়া হয়েছে। উক্ত হটলাইন নম্বর ও ই- মেইলে সাহেদের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানানো যাবে।
শুক্রবার র্যাবের এক সংবাদ বিজ্ঞাপ্তিতে বলা হয়েছে, সাহেদের ব্যাপারে ভুক্তভোগীরা যে কোনো তথ্য- অভিযোগ বা আইনি সহায়তা চাইলে র্যাব সদর দপ্তরের তদন্ত উইংয়ে যোগাযোগ করতে পারেন।
এজন্য হটলাইন নম্বর- ০১৭৭৭৭২০২১১ এবং rabhq.invest@gmail.com এই মেইলে যোগাযোগ করা যাবে।
পোস্টটি শেয়ার করুন