

ডেস্ক নিউজঃযুক্তরাজ্য থেকে ফেরা একজনের শরীরে নতুন ধরনের এ করোনাভাইরাসটি শনাক্ত হয়।
যুক্তরাজ্যে সন্ধান পাওয়া নতুন ধরনের করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে সিঙ্গাপুরে।
বুধবার (২৩ ডিসেম্বর) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, “দেশটিতে এখনও পর্যন্ত নতুন ধরনের করোনাভাইরাস বি১১১৭ ছড়িয়ে পড়ার প্রমাণ নেই।”
যদিও একইসময়ে, দেশটিতে ইউরোপ থেকে আসা করোনাভাইরাস পজিটিভ এমন ১১ জনকে, নতুন ধরনের করোনাভাইরাস আক্রান্ত কিনা তা বোঝার জন্য ১৪ দিনের জন্য কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
১৭ নভেম্বর থেকে ১৭ ডিসেম্বরের মধ্যে দেশটিতে ইউরোপ থেকে আসা ৩১ জনের মধ্যে একজনের শরীরে নতুন এ ভাইরাসটি পাওয়া গেছে বলে জানিয়েছে রয়টার্স।
ওই প্রতিবেদনে বলা হয়েছে, গত ৬ ডিসেম্বর যুক্তরাজ্য থেকে দেশটিতে ফেরা একজনের শরীরে নতুন ধরনের এ করোনাভাইরাসটি শনাক্ত হয়। এরপরই তার সংস্পর্শে আসা সকলকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়। তবে কোয়ারেন্টাইন শেষ হওয়ার পর তাদের দেহে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়নি।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, এ ভাইরাসটি যাতে ছড়িয়ে না পড়ে সে বিষয়ে তাদের সক্ষমতা রয়েছে। প্রসঙ্গত, এরইমধ্যে যুক্তরাজ্য থেকে দেশটি সকল নাগরিক প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির সরকার।