সিরাজগঞ্জে দুই চিড়ার মিলে র‍্যাবের অভিযান ও জরিমানা

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ১১:০৯ অপরাহ্ণ, অক্টোবর ২৮, ২০২০

নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জের সদর এলাকায় ০২ টি চিড়ার মিলে র‌্যাব অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মিল মালিকের জরিমানা করেছে।

মঙ্গলবার ২৭ অক্টোবর রাত ৭টা হতে ০৮.২০ পর্যন্ত গোপন সাংবাদের ভিত্তিতে স্পেশাল কোম্পানীর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার (মিডিয়া অফিসার), সহকারী পুলিশ সুপার মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ এর নেতৃতে র‌্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার সদর থানার বারাকান্দি বনবাড়িয়া এলাকায় জননী অটো চিড়া ও রাইস মিল এবং রুবেল অটো চিড়ার মিলে অভিযান পরিচালনা করেন।

এ সময়ে অস্বাস্থ্যকর পরিবেশে চিড়া তৈরী ও চিড়ার বস্তার গায়ে কোন মূল্য লেখা না থাকায় প্রতিষ্ঠানের ০২ জন মালিককে আটক করা হয়।

পরবর্তীতে আটক ব্যক্তিদের সংশ্লিষ্ট থানার এক্সজিকিউটিভ ম্যাজিষ্ট্রেট তানজিল পারভেজ এর আদালতে হাজির করা হলে আদালত নিন্মে বর্ণিত ব্যক্তিদেরকে অর্থ দন্ডে দন্ডিত করেন।
এসময় জননী অটো চিড়া ও রাইস মিলের মালিক মো: এমদাদুল শেখকে ২০ হাজার টাকা ও রুবেল অটো চিড়ার মিলের মালিক মোঃ রুবেলকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৩৭ ধারা মোতাবেক সর্বমোট এদের জরিমানা করা হয়।

র‍্যাব-১২ জানায়, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরী,পণ্যের প্যাকেটের গায়ে মূল্য না থাকার বিরুদ্ধে র‌্যাব-১২ এর অভিযান অব্যহত থাকবে।

পোস্টটি শেয়ার করুন