ট্রিবিউন ডেস্কঃ সিরাজগঞ্জের সদরে ৮ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-১২।
র্যাব-১২ জানায়; গোপন সংবাদের ভিত্তিতে ৩ এপ্রিল রাত ৪ টার দিকে র্যাব-১২ এর সদর কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদর থানাধীন সয়দাবাদ গ্রামস্থ বঙ্গবন্ধুসেতু পশ্চিম ফুড কর্নার এর ৫০০গজ পশ্চিমে ফাঁকা জায়গায় ঢাকা টু রাজশাহী মহাসড়কের উপর এক মাদক বিরোধী অভিযান চালিয়ে ০৮ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এসময় তার নিকট থেকে মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ০১ টি মোবাইল ও নগদ ১,৬৮০/- টাকা জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃত আসামীঃ মোঃ জাকির হোসেন ওরফে সাহেব (২০)। সে নওগাঁ জেলার বদলগাছি থানার প্রধানকুন্ডি গ্রামের মোঃ খলিল মন্ডলের ছেলে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, এই মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণীর ১৯(খ) ধারায় মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ তাহাকে সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।