ট্রিবিউন ডেস্কঃ সিরাজগঞ্জের বেলকুচিতে র্যাব-১২ এর বিশেষ অভিযানে ১ টি পিস্তল, ১ টি ম্যাগাজিন এবং ২ রাউন্ড গুলিসহ এক অস্ত্র ব্যবসায়ী গ্রেপ্তার হয়েছে।
গ্রেপ্তারকৃত আসামী হলোঃ মোঃ হারুন অর রশিদ (৩৭)। সে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার নাকফাটা পশ্চিমপাড়া গ্রামের নুর হোসেন সরকারের ছেলে।
র্যাব-১২ সুত্র জানায়;গোপন সংবাদের ভিত্তিতে ১৯ এপ্রিল রাত আটটার দিকে র্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানাধীন রান্ধুনীবাড়ী কবরস্থান মোড়স্থ জনতা ব্যাংক রান্ধুনীবাড়ী শাখার দক্ষিণে পাকা রাস্তার পার্শ্বে একটি বিশেষ অভিযান চালিয়ে ১ টি পিস্তল, ১ টি ম্যাগাজিন এবং ০২(দুই) রাউন্ড গুলিসহ ০১ জনকে গ্রেফতার করেছে। এসময় তার কাছে থেকে অস্ত্র ক্রয়-বিক্রয় এর কাজে ব্যবহৃত ০১ টি মোবাইল জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, এই অস্ত্র ব্যবসায়ী দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অবৈধ অস্ত্র ক্রয়-বিক্রয় করে আসছিল।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ তাহাকে সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানায় হস্তান্তর করা হয়েছে।