

ডেস্ক নিউজঃ সিরাজগঞ্জ জেলার ১০ জন অসাধু ব্যবসায়ীকে জরিমানা করেছে র্যাব-১২ এর ভ্রাম্যমাণ আদালত।
বুধবার ১৬ সেপ্টেম্বর দুপুর ২ টা পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে সদর কোম্পানীর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার(মিডিয়া অফিসার) সহকারী পুলিশ সুপার মোঃ এরশাদুর রহমান এর নেতৃত্বে র্যাব-১২ সদর কোম্পানীর একটি টিম সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার বিভিন্ন এলাকায় বিভিন্ন পেঁয়াজের দোকানে অভিযান পরিচালনা করেন।
এসময়ে নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে বিক্রয় করায়এবং পেঁয়াজ মজুদ করার দায়ে ১০টি দোকনের মালিককে আটক করা হয়। পরবর্তীতে আটক ব্যক্তিদের সংশ্লিষ্ট থানার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ মাসুদ আহমেদ ১০ জন পেয়াজ ব্যবসায়ীকে বিভিন্ন অর্থ দন্ডে দন্ডিত করেন ।
তাদের বিরুদ্ধে ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৩৮,৪৫ এবং ৫১ ধারায় সর্বমোট ৩০,০০০/- জরিমানা করা হয়।
অধিক মূল্য মজুদদারিদের বিরুদ্ধে র্যাব এর অভিযান অব্যহত থাকবে।