

ডেস্ক নিউজঃঃ সিরাজগঞ্জের শাহাজাদপুর দরগাপাড়া এলাকায় র্যাবের অভিযানে ৭৫ পিস ইয়াবাসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
র্যাব-১২ জানায় শুক্রবার ৪ ডিসেম্বর দুপুর ০২.০৫ টায় গোপন সাংবাদের ভিত্তিতে স্পেশাল কোম্পানীর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার, (মিডিয়া অফিসার) সহকারী পুলিশ সুপার মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ এর নেতৃত্বে র্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার শাহাজাদপুর থানাধীন শাহাজাদপুর পৌরসভা ০৪ নং ওয়ার্ডের দরগাপাড়া মখদুম শাহদৌলা পাঠাগারের সামনে পাকা রাস্তার উপর অস্থায়ী চেকপোস্ট বসিয়ে ৭৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
এছাড়া ও তাহার নিকট থেকে মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ০২ টি মোবাইল ও ০২ টি সীম জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামী মোঃ নুরুল ইসলাম সোহাগ(৩১),সিরাজগঞ্জ জেলার শাহাজাদপুর থানার তালতলা গ্রামের হাজী আঃ আলীমের ছেলে।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার শাহাজাদপুর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর সরণী ১০(ক) ধারায় মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ তাদেরকে উক্ত থানায় হস্তান্তর করা হয়েছে।