

ডেস্ক নিউজ: সিরাজগঞ্জের শাহাজাদপুরে ৪০ কেজি গাঁজা সহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১২।সাম্প্রতিক কালে গাঁজার বড় চালান এটি।
গ্রেফতার কৃত মোঃ ফরিদুল ইসলাম(৩১) পাবনা ফরিদপুর থানার সোহরাব আলীর ছেলে অপর আসামি আলম হোসেন(২৬) সিরাজগঞ্জ শাহজাদপুর থানার মো: জামাল উদ্দিনের ছেলে।
র্যাব-১২ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়,
সোমবার ১২ অক্টোবর বিকেল ০৫.১৫ টায় গোপন সাংবাদের ভিত্তিতে র্যাব-১২ এর এ্যাডজুটেন্ট(অপ্স অফিসার) সিনিয়র সহকারী পুলিশ সুপার প্রণব কুমার সরকার ও সদর কোম্পানীর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার,(মিডিয়া অফিসার) সহকারী পুলিশ সুপার মোঃ এরশাদুর রহমান এর নেতৃত্বে র্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার শাহাজাদপুর থানাধীন বগুড়া টু নগরবাড়ী রোডের উপর বাঘাবাড়ী ওয়েল ডিপো এর সামনে অস্থায়ী চেকপোষ্ট বসিয়ে এক বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।
এসময় বড় কাভার্ড ভ্যান(ঢাকা মেট্রো- উ- ১২-০২২০) তল্লাশী করে ৪০ কেজি গাঁজা ,০২ টি মোবাইল, ০২ টি সিম সহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।সাথে উক্ত কাভার্ড ভ্যানটিও জব্দ করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার শাহাজাদপুর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইরেন ৩৬(১) সরনীর ১৯(গ)ধারায় মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ তাহাকে উক্ত থানায় হস্তান্তর করা হয়েছে।