সিলেটে বন্যা কবলিত মানুষের মাঝে যুবলীগের রান্না খাবার ও বিশুদ্ধ পানি বিতরণ অব্যাহত
নিজস্ব প্রতিবেদকঃ সিলেটে ভয়াবহ বন্যায় প্লাবিত সিলেট সিটি কর্পোরেশন এলাকার অসহায় মানুষের মাঝে রান্না করা খাবার ও বিশুদ্ধ পানি বিতরণ অব্যাহত রেখেছে সিলেট মহানগর যুবলীগ।
মঙ্গলবার ২১ জুন ৩৯ নং ওয়ার্ডের টুকের বাজার, নোয়াপাড়া, শাহপুর, সাদিপুর, নোয়াগাও এলাকার পানি বন্দী মানুষের মাঝে রান্না করা খাবার ও বিশুদ্ধ পানি বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সিলেট বিভাগের দায়িত্ব প্রাপ্ত নেতা রফিকুল আলম সৈকত জোর্য়ারদার।
এছাড়াও মহানগর যুবলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।