সিসি ক্যামেরার মাধ্যমে চোরকে সনাক্ত করে চুরি করা নগদ টাকা সহ গ্রেপ্তার

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ১০:২৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৩, ২০২২

নিজস্ব প্রতিবেদক,চাঁপাইনবাবগঞ্জ: সিসি ক্যামেরার মাধ্যমে চোরকে সনাক্ত করে চুরি হওয়া নগদ ৪৭ হাজার ৫০০ টাকাসহ সমিত কুমার নামে ১ যুবককে গ্রেপ্তার করেছে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামী হলো; চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার রাজরামপুর মালোপাড়ার শ্রী পরেশ হালদারের ছেলে শ্রী সমিত কুমার হালদার (২৮)।

সদর মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোজাফফর হোসেন জানান, গত ২৭ জানুয়ারি বিকেল সাড়ে ৪ টার দিকে হুজরাপুরে অবস্থিত কামাল প্রিন্টিং প্রেসের ক্যাশ বাক্স থেকে ৫৫ হাজার টাকা চুরির অভিযোগ দায়ের করেন প্রেসের স্বত্বাধিকারী আবু হেনা মোস্তফা কামাল।

ওসি জানান, অভিযোগের ভিত্তিতে তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে সিসি ক্যামেরার মাধ্যমে চোরকে সনাক্ত করা হয়। পরে এএসআই আবদুল কাদেরসহ পুলিশের সঙ্গীয় ফোর্স ৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুর ৩ টার দিকে রাজরামপুর মালোপাড়ার নিজ বাড়ি থেকে পরেশকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এ সময় চুরির নগদ ৪৭ হাজার ৫০০ টাকাও উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার যুবক চুরির কথা স্বীকার করেছে। এ ঘটনায় আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান ওসি মোজাফফর হোসেন।

পোস্টটি শেয়ার করুন