সি আর দত্তের মৃত্যুতে রাসিক মেয়র লিটনের শোক প্রকাশ

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ৬:০৩ অপরাহ্ণ, আগস্ট ২৫, ২০২০

ডেস্ক নিউজঃ মুক্তিযুদ্ধকালীন সেক্টর কমান্ডার অবসরপ্রাপ্ত মেজর জেনারেল চিত্ত রঞ্জন দত্তের (সি আর দত্ত) বীর উত্তম এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।
আজ মঙ্গলবার এক শোকবার্তায় এই শোক প্রকাশ করেন মেয়র।

শোক বার্তায় মেয়র বলেন, মহান মুক্তিযুদ্ধে তাঁর অনন্য অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। আমি তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

উল্লেখ্য, মঙ্গলবার সকালে (বাংলাদেশ সময়) যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সি আর দত্ত। তার বয়স হয়েছিল ৯৩ বছর।

পোস্টটি শেয়ার করুন